জয়ের হ্য়াটট্রিকের পরেই পপাত চ! কলকাতায় ফিরেই মায়ের চরণে কেকেআর

নিজস্ব সংবাদদাতা, Todays Story: কলকাতায় ফিরেই কালীঘাটে পুজো দিতে ছুটল বেগুনি ব্রিগেড। বৃহস্পতিবার সকালে বাইপাসের ধারের হোটেল থেকে কালীঘাটে আসেন বরুণ চক্রবর্তী, রিঙ্কু সিং, অনুকূল রয় ও ভেঙ্কটেশ আইয়াররা। ভক্তি ভরে পুজো দিলেন রিঙ্কুরা। সেই ভিডিয়ো কেকেআর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে। সঙ্গে ক্য়াপশন দেওয়া হয়েছে, ‘মায়ের আশীর্বাদ যেন সর্বদা সঙ্গে থাকে, এই প্রার্থনা’!আপাতাত শ্রেয়সদের আর কলকাতার বাইরে পা রাখতে হচ্ছে না। কলকাতা আগামী টানা পাঁচ ম্য়াচ খেলবে ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে। আগামী ১৪ এপ্রিল কলকাতার প্রতিপক্ষ লখনউ। এরপর রাজস্থান (১৭ এপ্রিল) বেঙ্গালুরু (২১ এপ্রিল), পঞ্জাব (২৬ এপ্রিল, কলকাতা) ও দিল্লির (২৯ এপ্রিল) বিরুদ্ধে ম্য়াচ নাইটদের। শুধু নাইটরাই নন, সকল কেকেআরের ফ্য়ানই চাইছেন ইডেনে টানা পাঁচ ম্য়াচ জিতেই কেকেআর এগিয়ে যাক ট্রফির আরও কাছে। অন্যদিকে বৃহস্পতিবার অর্থাৎ আজ, রমজান শেষেঈদের আনন্দ মেতেছেন ধর্মপ্রাণ মুসলিমরা। হোটেলেই খুশির ঈদ উদযাপন করেছেন রহমানুল্লাহ গুরবাজরা।

error: Content is protected !!