📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: এক স্কুটিতে চেপে দুই যুবক ব্যাগ ভর্তি করে চোরাই মোবাইল ফোন নিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে ধরা পড়ে যায় ওই দু’জন। সোমবার সন্ধ্যায় জয়নগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় যে ধোসা এলাকায় চোরাই মোবাইল ফোন নিয়ে আসা হচ্ছে।সেই খবর পেয়ে ওই এলাকায় যায় পুলিশ কর্মীরা।রাতের অন্ধকারে সন্দেহভাজন দুই যুবককে রাস্তায় আটক করে জিজ্ঞাসা করার পর তাদের হাফভাবে সন্তুষ্ট না হওয়ায় তাদের সঙ্গে থাকা একটি ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয়েছে নামী দামি বিভিন্ন মডেলের ৩২ টি মোবাইল ফোন।এর পরই ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়।ধৃতরা হলো সাহিল শেখ ও বারিশ মোল্লা।ধৃতরা জীবনতলা থানার ঘুটিয়ারি শরীফ- মাকালতলা ও ঘুটিয়ারি শরীফ-দেওয়ানপাড়ার বাসিন্দা।ধৃতদেরকে মঙ্গলবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে।সেই সঙ্গে এই মোবাইল ফোন চুরি চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ।
জয়নগরে ৩২ টি চোরাই মোবাইল ফোন উদ্ধার।গ্রেপ্তার দুই

