📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: জম্মু-কাশ্মীরে রাজ্যসভা ভোটে হারের মুখ দেখল বিজেপি। চারটি আসনের মধ্যে তিনটিতে জিতেছে ন্যাশনাল কনফারেন্স। জয়ের পরে জেকেএনসি (JKNC)-র শাম্মি ওবেরয় বলেন, ‘চতুর্থ আসনটিও জেতার চেষ্টা করছিলাম। কিন্তু হলো না। এখন আমরা দিল্লি যাব।’
জম্মু-কাশ্মীরে রাজ্যসভা ভোটে হার বিজেপির

