📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ‘আমার সময় শেষ’ বলে আচমকাই ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) প্রশাসন থেকে দূরত্ব বাড়িয়েছেন ধনকুবের এলন মাস্ক (Elon Musk)। তখনও স্পষ্ট হয়নি যে কেন তিনি এমন সিদ্ধান্ত নিলেন। কিন্তু সম্প্রতি তাঁর মন্তব্য বিষয়টি হয়তো স্পষ্ট করে দিল। বোঝা গেল, একটি বিল নিয়ে ট্রাম্পের সঙ্গে মতবিরোধ থেকেই মার্কিন প্রশাসনের দেওয়া দায়িত্ব ছেড়ে বেরিয়ে এসেছেন মাস্ক।
সম্প্রতি জনকল্যাণমূলক কাজে সংস্কারের জন্য একটি বিলে সই করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে প্রকাশ্যে তার বিরোধিতা করে বিলটি পুনর্বিবেচনা করার কথা বলেছিলেন মাস্ক। কিন্তু তেমনটা কিছু হয়নি। এবার সেই বিল নিয়েই ফের মন্তব্য করেছেন ধনকুবের। যার পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে হোয়াইট হাউসও। এর থেকে স্পষ্ট হয়েছে দুই পক্ষের বিরোধিতার কারণ।