জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটনের আগে সরেজমিনে পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: অক্ষয় তৃতীয়ায় দ্বারোদঘাটন হতে চলেছে দিঘীর জগন্নাথ মন্দিরের ।জগন্নাথ ধাম নির্মাণের কাজ করছেন রাজস্থানের ৮০০ কারিগর  তার আগে সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক মাধ্যমে তিনি জানিয়েছেন, ‘বহু প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে বাংলার নবনির্মিত তীর্থস্থান পরিদর্শনের। বাংলার পুণ্যভূমিতে জগন্নাথদেবের আহ্বানে শুরু হয়েছে যজ্ঞ এবং মঙ্গলারতি। আগামী মঙ্গলবার মহাযজ্ঞ এবং অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে মন্দিরের আনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটন। জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন এবং মহাযজ্ঞের প্রস্তুতির পর্যবেক্ষণের জন্য আজ, দিঘায় সরেজমিনে উপস্থিত ছিলাম। ভারত তথা বিশ্বের বহু জগন্নাথদেবের ভক্তের আগমন হবে এই বাংলায়। তাঁদের যাতায়াত, থাকার ব্যবস্থা এবং আহারের যাতে কোনোরূপ অসুবিধে না হয় সেদিকে নজর দিতে পরামর্শ দিলাম। পরিবহণ ব্যবস্থা সচল এবং যানমুক্ত রাখতে নির্দেশ দিয়েছি প্রশাসনিক আধিকারিকদের। পুরীর জগন্নাথ মন্দিরের ন্যায় দিঘার সমুদ্রতটের এই সৃষ্টি অর্থাৎ নবনির্মিত এই জগন্নাথ মন্দির- বাংলার নতুন কৃষ্টি, সংস্কৃতি, আধ্যাত্মিক চেতনার বিকাশ এবং সম্প্রীতির মেলবন্ধনের প্রতিরূপ হয়ে ফুটে উঠবে। সমুদ্রসৈকত দিঘার পরিচয়, তার সঙ্গে দিঘা তথা বাংলার মুকুটে নতুন পালক যুক্ত হল। দিঘার প্রাকৃতিক সৌন্দর্য এবং আধ্যাত্মিকতার মেলবন্ধনে আরও প্রাণবন্ত ও আকৃষ্ট হবেন পর্যটকেরা। আমি সম্প্রীতির আহ্বান করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।’

error: Content is protected !!