📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দীঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনের পরই বিকেলে মন্দির দর্শনে বিজেপি নেতা দিলীপ ঘোষ। বুধবার মন্দিরের দ্বারোদ্ঘাটন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলেই সস্ত্রীক মন্দিরে পৌঁছন দিলীপ ঘোষ। দিলীপকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান মন্ত্রী অরূপ বিশ্বাস। এর পরই সোজা গর্ভগৃহে প্রবেশ করেন তাঁরা। পুজোও দেন নবদম্পতি দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদার। এ দিনই আবার কাঁথিতে রয়েছেন শুভেন্দু অধিকারী। সেখানে ‘সনাতনী সম্মেলন’ রয়েছে। তবে দিলীপ সেখানে না গিয়ে উলুবেড়িয়া থেকে সরাসরি পৌঁছন দীঘায়। দিলীপ ঘোষ যখন মন্দিরে, ভিতরেই ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান দিলীপ।
প্রসঙ্গত, দীঘায় জগন্নাথ ধাম করা নিয়ে কম কথা বলেনি বিজেপি। সরকার কালচারাল সেন্টার বানিয়েছে বলেও কটাক্ষ করতে দেখা গিয়েছে শুভেন্দু – সুকান্ত থেকে দিলীপকে। বহু বিতর্কিত মন্তব্যের মাঝেও সৌজন্য তা বজায় রেখে মমতার আমন্ত্রণে সাড়া দিলেন ঠোঁট কাটা দিলীপ ঘোষ।