ছাত্রী মৃত্যুতে বিরোধীদের ডাকা বন্‌ধে স্তব্ধ ওড়িশা! আরও চাপে রাজ্যের ‘গেরুয়া’ সরকার

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:  যৌন হেনস্তার বিচার চেয়ে গায়ে আগুন দেওয়া ছাত্রীর মৃত্যুর ঘটনায় উত্তাল ওড়িশা। কংগ্রেস-সহ আটটি দলের ডাকা ১২ ঘণ্টার বন্‌ধে স্তব্ধ বিজেপি শাসিত এই রাজ্য। সকাল থেকেই গোটা ওড়িশাজুড়ে এই বন্‌ধের ব্যাপক প্রভাব দেখা গেল। বন্ধ ছিল সমস্ত দোকানপাট। রাস্তায় গাড়ির সংখ্যা ছিল না বললেই চলে। বিচারের দাবিতে এদিন পথে নেমেছিল একাধিক বিরোধী দল। কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে না তৈরি হয়, তার জন্য গোটা রাজ্যেই মোতায়েন করা হয়েছিল বাড়তি পুলিশ।