‘চিপ হুইপ যা বলবে শুনতে হবে’, দিল্লি বৈঠকে ‘কোন্দলরত’ সাংসদদের কড়া বার্তা অভিষেকের

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বঙ্গ বিধানসভা নির্বাচনের বাকি আর কয়েকটা মাস। তার আগে দলের সাংসদের নিয়ে বৈঠকে মত বিরোধ মিটিয়ে সমন্বয়ে জোর দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ বুধবার দিল্লিতে রাজ্যসভা এবং লোকসভা অর্থাৎ দুই কক্ষের সাংসদদের নিয়ে বৈঠক করেন তিনি। আর সেই বৈঠকে সাংসদদের মধ্যে একদিকে যেমন মত বিরোধ মিটিয়ে নিজেদের মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন বলে খবর। অন্যদিকে লোকসভা এবং রাজ্যসভার ডেপুটি লিডার, মুখ্য সচেতক বা চিপ হুইপ যা বলবেন, যেভাবে চলতে বলবেন, সেভাবেই চলতে হবে বলেও সাংসদদের বার্তা তিনি দিয়েছেন বলে খবর।