📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: চিন-সহ অন্যান্য দেশের স্টার্টআপ সংস্থা অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করছে কিন্তু আমাদের দেশ পিছিয়ে রয়েছে। ভারতের স্টার্টআপ ইকোসিস্টেম নিয়ে কড়া সমালোচনা করলেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। তাঁর মতে, চিনের স্টার্টআপগুলি যেখানে বৈদ্যুতিক যানবাহন, ব্যাটারি প্রযুক্তি, সেমিকন্ডাক্টর এবং কৃত্তিম বুদ্ধিমত্তার (AI) মতো প্রযুক্তি নিয়ে কাজ করছে, সেখানে ভারতের বহু স্টার্টআপ শুধু খাবার সরবরাহ, বেটিং এবং ফ্যান্টাসি স্পোর্টস অ্যাপে মনোনিবেশ করেছে।
বৃহস্পতিবার ‘স্টার্টআপ মহাকুম্ভ’-র মঞ্চ থেকে গোয়েল প্রশ্ন তোলেন, ভারত কি শুধু কম মজুরির চাকরির দিকেই মনোযোগ দেবে, নাকি প্রযুক্তিগত অগ্রগতির লক্ষ্যে এগনোর চেষ্টাও করবে? বলেন, ‘আমরা কি শুধু আইসক্রিম বা চিপস বানাব? দোকানদারি করতেই কি এসেছি আমরা? ভারতের তরুণ প্রজন্ম কি শুধু খাবার সরবরাহকারী হতে চায়, নাকি তারা প্রযুক্তিগত পরিবর্তনেও অংশ নিতে চায়? এটাই কি ভারতের ভবিষ্যৎ? এটাকে স্টার্টআপ বলা যায় না, এটা শুধুই উদ্যোক্তা হওয়া।’