📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির (Ceasefire) ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই কাশ্মীর (Jammu Kashmir) উপত্যকায় ড্রোন হামলা ও বিস্ফোরণে ফের উত্তেজনা ছড়িয়েছে। এরই মধ্যে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের (Ajit Doval) সঙ্গে ফোনে কথা বলেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই (Wang Yi)। ওয়াং নয়াদিল্লিকে অনুরোধ করেছেন, পরিস্থিতি যেন আর উত্তপ্ত না হয়।
চিনের সরকারি সংবাদ সংস্থা শিনহুয়া-র জানিয়েছে, ওয়াং ই ডোভালকে বলেছেন — “চিন সাম্প্রতিক যুদ্ধবিরতির প্রয়াসকে স্বাগত জানাচ্ছে এবং ভবিষ্যতেও শান্তি ও আলোচনাকে উৎসাহিত করতে গঠনমূলক ভূমিকা পালন করতে প্রস্তুত।”