📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:দেরাদুনের বিপর্যয় কাটতে না কাটতেই ফের মেঘভাঙা বৃষ্টি উত্তরাখণ্ডের চামোলিতে। বুধবার বেশি রাতে নন্দানগর ঘাট এলাকায় প্রবল বৃষ্টিতে অন্তত দশটি বাড়ির ক্ষতি হয়েছে। জল-কাদায় ঢেকেছে অনেক এলাকা। বহু মানুষ আটকে পড়েছেন। এখনও পর্যন্ত পাঁচজন নিখোঁজ। দু’জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আটকে পড়া লোকজনকে উদ্ধার করতে নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীদের। গত মঙ্গলবারই দেরাদুনের সহস্রধারায় এলাকায় মেঘভাঙা বৃষ্টিতে মারা যান অন্তত ২১ জন। এখনও ১৭ জন নিখোঁজ
চামোলিতে মেঘভাঙা বৃষ্টিতে নিখোঁজ ৫
