চলন্ত ট্রেন থেকে যাত্রীকে ধাক্কা মারার অভিযোগ RPF-এর বিরুদ্ধে

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: এবার দমদম স্টেশনে চলন্ত ট্রেন থেকে যাত্রীকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার ভয়ঙ্কর অভিযোগ উঠল RPF-এর বিরুদ্ধে। ট্রেনের ধাক্কায় কাটা পড়ল চাকদার বাসিন্দা জগদীশচন্দ্র সরকারের ডান পা। ইতিমধ্যেই আর জি কর হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

error: Content is protected !!