📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল দেরাদুন-নয়াদিল্লি জনশতাব্দী এক্সপ্রেস! রেললাইনে চলন্ত অবস্থায় গলে গেল ট্রেনের চাকা। শুক্রবার দেরাদুন থেকে নয়াদিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল ট্রেনটি। চলন্ত অবস্থাতেই ট্রেনের ইঞ্জিনের চাকা গলে যায়, যা রেলের ইতিহাসে কার্যত বিরল।
জানা গেছে, তাপরি জংশনের কাছে পৌঁছতে লোকো পাইলট বুঝতে পারেন ইঞ্জিনের চাকায় কোনও সমস্যা হচ্ছে। বিশেষ করে, ফ্যানের গতি বাড়ানোর সময় অস্বাভাবিকতা লক্ষ্য করেন। সন্দেহ হওয়ায় দ্রুত ট্রেন থামান। নিচে নেমে ইঞ্জিনের চাকা পরীক্ষা করাতেই ধরা পড়ে গোটা বিষয়। দেখা যায়, ইঞ্জিনের একটি চাকার একাংশ গলতে শুরু করেছে এবং তার প্রভাবে রেললাইনের কিছু অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থা দেখে রেলকর্মী ও যাত্রীরা রীতিমতো হতবাক হয়ে যান।