চলতি বছরে তিনবার দুর্গাপুজো! জানেন কী ভাবে?


নিজস্ব সংবাদদাতা, Todays Story: একই বছরে তিনবার দুর্গাপুজো। ১৪৩১ সালের বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, এই বছর হিন্দুদের আরাধ্য দেবী দুর্গা তিনবার পূজিত হবেন। যা ক্যালেন্ডারের নিরিখে একেবারেই বিরল।বাংলা নববর্ষের শুরুতেই রাজ্য জুড়ে বাসন্তী দুর্গাপুজো পালিত হচ্ছে। যেটি আদি দুর্গা পুজো বলে পরিচিত। এর পরেই শরতের দুর্গা পুজো অর্থাৎ শারদীয়া। এই পুজো দেবীর অকাল বোধন। আর চলতি বছরের শেষের দিকেই ফের দেবী দুর্গা পূজিত হবেন বাসন্তী দেবী রূপে। অর্থাৎ একই বছরে দুবার বাসন্তী পুজো পড়েছে।

error: Content is protected !!