📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রথের দড়িতে টান পড়লে নাকি দুগ্গা আসে। হ্যা ,এমনটাই বিশ্বাস করি আমরা। জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়ার শুভ দিন থেকেই কিন্তু বাঙালি দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করে দেয় জোর কদমে। শহর থেকে জেলা , দিকে দিকে চলছে খুঁটি পুজো। সম্প্রতি খুঁটি পুজো সম্পন্ন হল নিউ টাউন সর্বজনীন দুর্গোৎসব সমিতির শারদ উৎসবের । এবছর পুজোর চতুর্থ বর্ষ । নিউটাউনের সিটি স্কোয়ার গ্রাউন্ডে এই খুঁটি পুজো কে কেন্দ্র করে বসেছিল চাঁদের হাট। পুজো উদোক্তাদের তরফে জানানো হয় যে বিগত তিন বছরের মত নিউটাউন সর্বজনীন তাদের চতুর্থ বছরের মাতৃ আরাধনায় অভিনবত্ব আনতে চলেছে। শিউলির গন্ধে, মাতৃমূর্তির স্নিগ্ধতায় · মণ্ডপের নব ভাবনায় মেদুরতা ব্যপ্ত থাকবে। ২০২৫ এ শিল্পী রিনটু দাসের সৃজনে যে নতুন কোনো চমক অপেক্ষা করছে তা আর বলার অপেক্ষা রাখে না । খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু, পদ্মশ্রী প্রাপ্ত নৃত্য শিল্পী মমতা শংকর,রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি ,বিধাননগর পৌরনিগমের নগরপাল কৃষনা চক্রবর্তী, ৩৬৫ দিনের প্রধান সম্পাদক তথা নিউটাউন কল্যাণ কমিটির সভাপতি পুষণ গুপ্ত ,অবসরপ্রাপ্ত আই পি এস, অবসরপ্রাপ্ত ডিরেক্টর জেনারেল, গোয়েন্দা বিভাগ বানীব্রত বসু, এয়ার চিফ মার্শাল ক্যাপটেন অসীম কুমার ভদ্র ,সীমান্ত নিরাপত্তা বাহিনীর প্রাক্তন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সমীর মিত্র ,বর্ষীয়ান অভিনেতা ও পরিচালক দুলাল লাহিড়ী , শিল্পী রিনটু দাস ও অনির্বাণ দাস ,দুর্গোৎসব ফোরামের সচিব শাশ্বত বসু,গৌরী বাড়ি সর্বজনীনের সভাপতি সুভাষ বেরা,রেডিও উপস্থাপক আর জে প্রবীণ , তন্তুজ এর ম্যানেজিং ডিরেক্টর রবীন্দ্রনাথ রায় ,ইউকো ব্যাংকের জেনারেল ম্যানেজার অমিত শ্রীবাস্তব , এস পি কে জৈন ফিউচারিস্টিক সোসাইটির প্রিন্সিপাল ডঃ জয়িতা গাঙ্গুলী ।এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি প্রখ্যাত নৃত্যশিল্পী পদ্মশ্রী মমতা শঙ্কর কে বিশেষসম্মাননা জ্ঞাপন করা হয় |

নিউটাউন সর্বজনীনের প্রেসিডেন্ট শ্রী লক্ষ্মীকান্ত কর মহাশয় জানালেন এবারের প্রতিমা শিল্পী শ্রী রিন্টু দাস। তাঁর সৃষ্টিতে দানব দলনী বিশ্বজননী- নারী শক্তি কে নিরন্তর যেভাবে জাগিয়ে তোলেন, সেটাই বিম্বিত হচ্ছে। নারী- পুরোহিতের মন্ত্র উচ্চারণে, মহিলা ঢাকীদের ঢাকের তালে আমাদের শীতাতপ নিয়ন্ত্রিত মণ্ডপে আমরা মেতে উঠব আসন্ন শারদোৎসবে। পুজো কমিটির সেক্রেটারি সমরেশ দাস মনে করিয়ে দিলেন, দুর্গা পুজো এখন UNESCO দ্বারা স্বীকৃত বিশ্বের সর্ববৃহৎ উৎসবের অন্যতম ।