নিজস্ব সংবাদদাতা, Todays Story: হেডফোন, ইয়ারফোন, ইয়ারপডের অতি জনপ্রিয় ভারতীয় ব্র্যান্ড ‘বোট’-এর বিরুদ্ধে গ্রাহকদের তথ্যফাঁসের অভিযোগ উঠল। ফোর্বসের সাম্প্রতিক একটি রিপোর্ট থেকে জানা যাচ্ছে, ফাঁস হওয়া তথ্যের মধ্যে গ্রাহকদের নাম, ঠিকানা, ফোন নম্বর, ই-মেল অ্যাড্রেস এবং কাস্টমার আইডি রয়েছে। শপিফাই গাই নামে এক হ্যাকার বোট-এর কাছে থাকা তাদের গ্রাহকদের এই তথ্য চুরি করেছে৷ সবমিলিয়ে বোট-এর প্রায় ২ জিবি তথ্য হাতিয়ে নিয়েছে ওই হ্যাকার, জানাচ্ছে ফোর্বস। তাঁর বয়ান অনুযায়ী, গত ৫ এপ্রিল ‘বোট’-এর লাইফস্টাইল ডেটাবেস হ্যাক করেছেন তিনি। অভিযোগ, তারপরই ডার্ক ওয়েব ফোরামে তথ্য ফাঁস হওয়া ফাইলগুলি শেয়ার করেন।উল্লেখ্য, ২০১৬ সালে আমন গুপ্তা ও সমীর মেহতার যৌথ উদ্যোগে পথচলা শুরু করেছিল ব্র্যান্ড ‘বোট’। যা অচিরেই নতুন প্রজন্মের গ্রাহকদের কাছে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যায়।
গ্রাহকদের তথ্য ফাঁসের অভিযোগ, বিপাকে জনপ্রিয় ব্র্যান্ড ‘বোট’
