গোসাবায় ফের বাঘের ভয়, নদীর ধারে একাধিক পায়ের ছাপ

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: গোসাবায় ফের বাঘের ভয়। গোসাবার লাহিড়িপুরে পায়ের ছাপ ঘিরে আতঙ্ক। নদীর ধারে একাধিক পায়ের ছাপ, বাঘের বলে নিশ্চিত বন দফতর। জাল দিয়ে ঘেরা হচ্ছে এলাকা।