📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:গোষ্ঠীসংঘর্ষে অগ্নিগর্ভ মহেশতলা। গন্ডগোল থামাতে গিয়ে থানার সামনেই মার খেল পুলিশ। পুলিশের সামনেই চলল ইটবৃষ্টি, দোকান লুঠপাট, ভাঙচুর, জ্বলল আগুন। স্থানীয়দের দাবি, দোকান বসানোকে কেন্দ্র করে গতকাল সকাল ১১টা থেকে রবীন্দ্রনগর থানার সামনে গন্ডগোল বাধে। এরপর দুপুরে বাজারের মধ্যে ইটবৃষ্টি শুরু হয়। দোকানপাট ভাঙচুর করে চলে হাতের বাইরে চলে যায় বলে অভিযোগ স্থানীয়দের। ঘটনার পর রাতভর এলাকায় অভিযান চালায় ডায়মন্ড হারবার পুলিশ জেলা ও কলকাতা পুলিশ। চলে ধরপাকড়। মহেশতলায় ১৬৩ ধারা জারি করা হয়েছে।
গোষ্ঠীসংঘর্ষে অগ্নিগর্ভ মহেশতলা
