গোয়া জেলা পঞ্চায়েত নির্বাচনের গণনা শুরু

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: গোয়া জেলা পঞ্চায়েত নির্বাচনের ফলপ্রকাশ আর কয়েক মুহূর্তের অপেক্ষা। ৫০ আসনের এই পঞ্চায়েত নির্বাচনে শেষ হাসি হাসবে কে তা জানা যাবে গণনা শেষে। বিভিন্ন রাজনৈতিক দলের ২২৬ জনেরও বেশি প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন এই নির্বাচনে। ব্যালট পেপারের মাধ্যমে মতদান করেন ভোটাররা। এই পঞ্চায়েত নির্বাচনে ৭০.৮১% ভোটার ভোট দিয়েছেন। সর্বোচ্চ ভোট পড়েছে উত্তর গোয়ার লাতাম্বারসেমে—৮৮.২৯%। নাগারগাওতে ৮৬.৭১% এবং পালেতে ৮৬.৫৮% ভোট পড়েছে।