📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: খবরটা যেন কিছুতেই বিশ্বাস করতে পারছেন না ভক্তরা। এই তো বছর দুয়েক আগে ‘ইস্মার্ট জোরি’তে এলেন দু’জনে। শেয়ার করলেন ভালবাসার কথা! এরই মাঝে কোথা থেকে কী যে হয়ে গেল! কথা হচ্ছে সুদীপ মুখোপাধ্যায় ও পৃথা চক্রবর্তীর। শনিবারই বোমা ফাটালেন পৃথা। জানালেন, তাঁদের সম্পর্ক আর নেই। বিচ্ছেদ হয়ে গিয়েছে।
এ দিন পৃথা তাঁর সমাজমাধ্যমে লেখেন, “আমি আর সুদীপ আর একসঙ্গে নেই। আমাদের অফিসিয়াল বিচ্ছেদ হয়ে গিয়েছে। তবে আমরা সারাজীবন একসঙ্গে থাকব।” জানিয়ে রাখা যাক, এটি সুদীপের দ্বিতীয় বিয়ে। এর আগে অভিনেত্রী বেণী বসুর সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর। সে বিয়ে টেকেনি।