নিজস্ব সংবাদদাতা, Todays Story: ২৯ বলে ৬১ রান। মাত্র ২৫ বলে হাফসেঞ্চুরি। আহমেদাবাদে গুজরাত টাইটান্সের ঘরের মাঠে ‘কিং’ শশাঙ্ক সিং। ১ বল বাকি থাকতে ২০০ রান তাড়া করে জয় ধাওয়ান ব্রিগেডের। ব্যর্থ শুভমান গিলের ৪৮ বলে ৮৯ রানের ইনিংস। এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে ৫ নম্বরে উঠে এল পঞ্জাব।এদিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পঞ্জাবের অধিনায়ক শিখর ধাওয়ান। অধিনায়ক শুভমানের ব্যাটে বিধ্বংসী ইনিংস আসে। কেন উইলিয়ামসন, সাই সুদর্শন ও রাহুল টেওটিয়ার ঝোড়ো ব্যাটিংয়ে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৯ রান তোলে গুজরাত।