‘ গিমিক ‘ দিয়ে চলছে রাজ্য সরকার, বললেন সেলিম


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ‘ সেভ ড্রাইভ সেভ লাইফ ‘। রাজ্য সরকারের এই কথা শুধু বিজ্ঞাপন মাত্র। কোনো প্রকৃত সচেতনতা গড়ে ওঠে নি। একথা বললেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম। তিনি আরো বলেন যে, প্রকৃত সচেতনতা গড়ে তুলতে পারলে প্রতিদিন এতো দূর্ঘটনা ঘটতো না। এইসব বিজ্ঞাপন রাজ্য সরকারের চমক ছাড়া আর কিছু নয়। প্রসঙ্গত রবিবার হরিহরপাড়া থেকে ভোটের প্রচার শেষে ফেরার সময় মহম্মদ সেলিম পথদুর্ঘটনায় আহত দুই ব্যক্তিকে কুমড়োদহ ঘাট এলাকায় রাস্তার ধারে পরে থাকতে দেখেন। তৎক্ষণাৎ তাদের নিজের গাড়িতে তুলে বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন । হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত নৃপেন হালদার এবং কণিকা হালদারকে। তাঁদের অবস্থা স্থিতিশীল। যে বাইকে দুজনের ধাক্কা লাগে তা চালাচ্ছিলেন পুলিশ কর্মী ভাস্কর সরকার। আহত হন তিনিও।বাইকের ধাক্কায় আহত হন ওই দুই পথচারী।

error: Content is protected !!