গাড়ি থেকে উদ্ধার ট্রলি ভর্তি মদ, সপাটে থাপ্পড় মারার হুঁশিয়ারি লকেটের

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: গাড়ির পিছনে রাখা একাধিক ট্রলি ব্যাগ।  জামা-কাপড় সরাতেই দেখা গেল ভিতরে রাখা সারি সারি মদের টেট্রাপ্যাক। শনিবার দুপুরে, হুগলির পোলবায় পুলিশের নাকা চেকিয়ে গাড়ি থেকে বাজেয়াপ্ত হয় শতাধিক মদের প্যাকেট। সেই সময় এখান দিয়ে যাচ্ছিলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। গাড়ি থামিয়ে পুলিশের বাজেয়াপ্ত করা ট্রলিব্যাগগুলি থেকে মদের প্যাকেট বের করে ক্ষোভে ফেটে পড়েন হুগলির বিজেপি প্রার্থী।

error: Content is protected !!