‘গরিব মানুষকে বিনামূল্যে চিকিৎসা না দিলে’, অ্যাপোলো হাসপাতালকে সতর্ক করল সুপ্রিম কোর্ট

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: গরিব মানুষকে যদি বিনামূল্যে চিকিৎসা না দেওয়া হয় তাহলে বড় পদক্ষেপ নেওয়া হবে। ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালকে (Apollo Hospital) সতর্ক করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, ভবিষ্যতে নির্দেশ না মানলে অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্স বা এইমস-কে (AIIMS) বলা হবে এই হাসপাতালের দায়িত্বভার নিয়ে নিতে।

প্রতীকী ১ টাকা লিজ দিয়ে ১৫ একর জমিতে অ্যাপোলো গ্রুপ এই হাসপাতাল তৈরি করেছিল। শর্ত ছিল ‘নো প্রফিট, নো লস’ ভিত্তিতে কাজ করবে এই হাসপাতাল। গরিব মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেবে তাঁরা। কিন্তু সু্প্রিম কোর্টের পর্যবেক্ষণ, বিনামূল্যে চিকিৎসা দেওয়া তো দূর, বেসরকারি হাসপাতালে যেভাবে চলে এই হাসপাতালও পুরোদমে সেই পন্থায় চালানো হচ্ছে। আর গরিব মানুষ চড়া দামের কারণে চিকিৎসার সুযোগই পাচ্ছে না।

error: Content is protected !!