📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: প্রবল গরমেও যেন সুস্থ থাকেন BJP প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। আর সেকারণে আনন্দময়ী কালী মন্দিরে পুজো দিলেন গেরুয়া শিবিরের কর্মী ও সমর্থকরা। পাশাপাশি নির্বাচনে লকেট চট্টোপাধ্যায়ের ভালো ফলের জন্যও প্রার্থনা করেন তাঁরা। হুগলির মির্জাপুর-বাঁকিপুর অঞ্চলে রয়েছে ওই মন্দিরটি।প্রবল গরম। তারই মধ্যে নির্বাচনী প্রচারে মির্জাপুর-বাঁকিপুর অঞ্চলে গিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়। সেকারণে যাতে BJP প্রার্থী লকেট চট্টোপাধ্যায় অসুস্থ না হয়ে পড়েন তারজন্যই পুজো দেওয়া হয়। মূলত প্রার্থীর সুস্থতা কামনা করে পুজো দেন BJP-র কর্মী ও সমর্থকরা।এবিষয়ে সিঙ্গুর ৩ নম্বর মণ্ডলের BJP-র সহ সভাপতি অভিজিৎ দত্ত জানান, নির্বাচনী প্রচারে মির্জাপুর-বাঁকিপুর এলাকায় গিয়ে আনন্দময়ী মন্দিরে পুজো দেওয়ার পরিকল্পনা ছিল লকেট চট্টোপাধ্যায়ের। কিন্তু শারীরিক অসুস্থতার জন্য তিনি পুজো না দিয়ে ফিরে যান। সেকারণে BJP-র তরফে আনন্দময়ী কালী মন্দিরে পুজো দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিমা দাস নামে BJP-র এক কর্মী “দিদি আজ আসতে পারেননি। অন্য কোনও সময় আসবেন। আমরা তাঁর মঙ্গল কামনায় পুজো দিচ্ছি।”