📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:করল, লড়ল, জিতল রে। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে এই চেনা ধ্বনিই উঠল। বাজল এই সুর। জিতল যে কেকেআর।
ইডেনে প্রথম ম্যাচে বিরাট-হারের পরে অ্যাওয়ে ম্যাচ থেকে জয় তুলে নিয়ে স্বস্তি ফিরল নাইটদের শিবিরে। অজিঙ্ক রাহানে টসের সময়েই হয়তো উপলব্ধি করেছিলেন, এই বাইশ গজে ব্যাট করা কঠিন।
তাই রাজস্থান রয়্যালসকে আগে ব্যাট করতে পাঠিয়ে পরে রান তাড়া করা শ্রেয় বলে মনে করেন নাইট অধিনায়ক। তিনি যে ভুল কিছু করেননি তা প্রমাণিত এদিনের জয়ে।
খেলাজিতল রে…জিতল রে, কথা বলল কুইন্টনের ব্যাট, রাজস্থানকে হারিয়ে স্বস্তি ফিরল নাইট শিবিরে
