খুঁটি পুজোর মধ্যে দিয়ে ‘প্লাটিনাম জয়ন্তী’-র শুভ সূচনা ৬৬ পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দক্ষিণ কলকাতায় যেকটি নাম করা দুর্গা পুজো হয় তার মধ্যে অন্যতম ৬৬ পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো।রবিবার খুঁটি পুজোর মধ্য দিয়ে ২০২৫ এর দুর্গা পুজোর সূচনা করলেন পুজো উদ্যোক্তারা । এবছর ৭৫ তম বর্ষ । তাই বড় কোনো চমক যে অপেক্ষা করছে তা বলাই বাহুল্য ।যদিও এ বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ পুজো কমিটির লোকজন । নেপাল ভট্টাচার্য স্ট্রিটে ৬৬ পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন বিধায়ক দেবাশিস কুমার ,কাউন্সিলর প্রবীর মুখোপাধ্যায় , Todays Story-র ডিরেক্টর প্রীতম সরকার, পুজো কমিটির সদস্য সহ বিভিন্ন পুজো কমিটির প্রতিনিধিরা।


প্লাটিনাম জয়ন্তীতে কী পরিকল্পনা সে বিষয়ে বিশদ জানা না গেলেও জানা গিয়েছে , এ বছরে ৬৬ পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির মূল ভাবনা ‘শক্তিরূপা’। সৃজনে গোপাল পোদ্দার ,মাতৃ রূপায়ণে রাজেশ মন্ডল,আলোক সজ্জায় পিনাকী গুহ। ২০২১ এর মত এবারেও মহিলা পুরোহিতরা খুঁটি পুজোর মধ্যে দিয়ে দুর্গা পুজোর সূচনা ঘটালেন।

error: Content is protected !!