খাস কলকাতায় তরুণীর শ্লীলতাহানির অভিযোগ

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: খাস কলকাতায় তরুণীর শ্লীলতাহানির অভিযোগ। কলকাতার গড়ফায়,  বাজি পোড়ানোর অছিলায় শ্লীলতাহানির অভিযোগ উঠল তাঁরই পরিচিতের স্বামীর বিরুদ্ধে। ধৃতের নাম রীতেশ সিংহ ওরফে সূরয। অভিযোগকারিণীর দাবি, কালীপুজোর সন্ধেবেলায় এক পরিচিত মহিলার বাড়িতে বাজি পো়ড়াতে গেছিলেন তিনি। সেইসময়, দূরে গল্প-আড্ডায় মেতেছিল বাকিরা। সেই সুযোগে তাঁর সঙ্গে অভব্য আচরণ করেন ওই মহিলার স্বামী। রাতেই গড়ফা থানায় অভিযোগ দায়ের করেন তিনি। আজকে ভোরে গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে।