📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: পাঞ্জাবের লুধিয়ানায় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল দুই শিশু-সহ চার জনের। হিমাচল প্রদেশের নয়না দেবী মন্দিরে পুজো দিয়ে পুণ্যার্থী বোঝাই একটি পিকআপ ভ্যান হুসেনপুরায় ফিরছিল। রবিবার রাতে মালেরকোটলা রোডে অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্য়ানটি জাগেরা খালে পড়ে যায়।
খালে ভ্যান পড়ে মৃত্যু ২ শিশু-সহ ৪ পুণ্যার্থীর
