‘খানাখন্দে ভরা যানজটে ঠাসা রাস্তায় টোল ট্যাক্স নয়’, ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: যে হাইওয়ে অসম্পূর্ণ, গর্তে ভরা কিংবা যানজটের ধাক্কায় চলাচলের অযোগ্য তেমন রাস্তায় টোল ট্যাক্স চাওয়া যাবে না যাত্রীদের থেকে। এমনটাই জানাল সুপ্রিম কোর্ট। ত্রিচূর জেলায় পালিয়েক্কারা প্লাজার টোল সংগ্রহ নিয়ে কেরল হাই কোর্টের রায়ই বজায় রাখল শীর্ষ আদালত।

প্রধান বিচারপতি বিআর গাভাই ও বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চ বাতিল করে দিয়েছে ন্যাশনাল হাইওয়েজ অথোরিটির আপিল। বেঞ্চের তরফে ৬ আগস্ট হাই কোর্টের রায়ের উল্লেখ করে বলা হয়, ”গর্ত ও নর্দমা দিয়ে ভরা রাস্তায় চলাচলের জন্য আবার টাকা না নিয়ে বরং নাগরিকদের সেই রাস্তায় চলাচলের স্বাধীনতা দিন যার জন্য তাঁরা ইতিমধ্যেই কর দিয়েছেন।” সেই সঙ্গেই হাই কোর্টের রায় সম্পর্কেও শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, ”উচ্চ আদালতের যুক্তির সঙ্গে আমরা কোনওভাবেই বিরুদ্ধমত হতে পারছি না।”