খড়্গপুরে গো ব্যাক শুনে মেজাজ হারালেন দিলীপ ঘোষ

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: খড়্গপুরে বিক্ষোভের মুখে দিলীপ ঘোষ। একটি রাস্তার উদ্বোধনে গিয়ে তুমুল বিক্ষোভের মুখে পড়েন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এদিকে বিক্ষোভের মুখে পড়ে মেজাজ হারান দিলীপ ঘোষ। তিনি দাবি করেছেন যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা সবাই তৃণমূলের লোকজন। তবে এদিন বিক্ষোভের মুখে পড়ে দিলীপ ঘোষের সেই আগের মেজাজ ফের দেখা গেল বেশ অনেকদিন পরে। দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগান শুনতে হয়। এমনকী রাস্তার বোর্ডও ফেলে দেন কয়েকজন বিক্ষোভকারী। দিলীপ বলেন ওরা কাজ করতে পারে না ঘেউ ঘেউ করে। দলের রাজ্য সভাপতি থাকার সময় একইভাবে দিলীপ ঘোষ যখনই জেলায় জেলায় যেতেন তখনই তাকে ঘিরে বিক্ষোভ দেখাত তৃণমূল। তবে সেই সময় দেখা যেত কোনও ক্ষেত্রেই দিলীপ ঘোষ পিছু হঠতেন না। রুখে দাঁড়াতেন তিনি। শুক্রবারও দেখা গেল দিলীপ ঘোষের সামনে যখন চিৎকার করছেন বিক্ষোভকারীরা, রাস্তায় বসে পড়ছেন তারা তখনও একই ভাবে পালটা মেজাজ দেখাতে শুরু করেন দিলীপ ঘোষ। খড়্গপুরের ৬ নম্বর ওয়ার্ডের ঘোষণা। সূত্রের খবর সেখানে রাস্তার উদ্বোধনে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেই সময় আচমকাই কয়েকজন বিক্ষোভ দেখাতে শুরু করেন। তারা বলতে থাকেন এতদিন তো আপনাকে দেখা যায়নি। এতদিন কোথায় ছিলেন? একথা বলে চিৎকার করতে শুরু করেন কয়েকজন। এরপরই কার্যত মেজাজ হারান দিলীপ ঘোষ।

সাংসদ থাকাকালীন রাস্তার জন্য় যে টাকা দিয়েছিলেন সেই টাকায় তৈরি রাস্তার উদ্বোধনে এসে বিক্ষোভের মুখে পড়লেন দিলীপ। এদিকে বিক্ষোভের মুখে পড়ে স্থানীয় মহিলাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন দিলীপ।খড়্গপুর শহরের ৬ নম্বর ওয়ার্ডের ঘটনা। তিনি সাংসদ থাকাকালীন সেই তহবিলের টাকায় রাস্তা হয়েছে। সেই রাস্তার উদ্বোধনে এসেছিলেন তিনি। সেই সময় বিক্ষোভের মুখে পড়েন। কয়েকজন প্রশ্ন করতে থাকেন, যখন রাস্তার সমস্য়া ছিল তখন কোথায় ছিলেন?

এদিকে স্থানীয় কয়েকজন মহিলা দাবি করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ খারাপ ভাষায় কথা বলছেন। তবে সেই অভিযোগ অস্বীকার করেন দিলীপ। নিরাপত্তারক্ষীরা কোনওরকমে তাকে সরিয়ে নিয়ে যান।

এক মহিলা বলেন, দিলীপ ঘোষ বলছেন গলা টিপে দেব। এটা কেমন কথা। এদিকে পালটা দিলীপ ঘোষের দাবি, এরা হচ্ছে ঘেউ ঘেউ করবে। কোনও বিক্ষোভ নেই। আমি বলেছি আমি টাকা দিয়েছি। আমি উদ্বোধন করতে আসব। …এরা হচ্ছে সুবিধাভোগী। ৫০০ টাকা নিয়ে ঘেউ ঘেউ করে। এরপরই তুমুল উত্তেজিত হয়ে যান দিলীপ।তিনি বলেন হিম্মত হয় কী করে। এই ৫০০ টাকার চাকররা এরা কিছু করতে দেয় না। ঘেউ ঘেউ করে।