📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ‘ক্লাস ঘরে হোক প্রতিবাদ’, তিন নম্বর সিদাম মুনি লেন,কলকাতা ৬-এ ‘সংবেদন’ এর ছাত্র ছাত্রীদের নিয়ে সরস্বতী ভান্ডারের কর্ণধার ঝর্না ভট্টাচার্য শিক্ষকদের পাশে দাঁড়ালেন। উপস্থিত ছিলেন সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ।

সমাজসেবী ঝর্না ভট্টাচার্যের কথায় “গুরুরা ফিরছেন তাঁদের প্রিয় মন্দিরে,শিক্ষা নিকেতনে, শিষ্যরা পাচ্ছেন তাঁদের প্রণম্য গুরুকে,রং রাজনীতি যোগ্য অযোগ্যের বাইরে গিয়ে এই গুরু শিষ্য সম্পর্কের সুন্দর পিরামিড যেন ভেঙে না যায়। কাউকে যেন আর চোখের জল ফেলতে না হয় শব্দবাণে,বিচার ব্যবস্থার ওপর পূর্ণ আস্থা রেখে ,প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিত্বদের ওপর পূর্ণ আস্থা রেখে একটাই আর্জি কেউ যেন কটাক্ষ কটূক্তির জন্য ডিপ্রেশন স্ট্রেসের সম্মুখীন না হন। আগামীর জন্য এটুকু করতে পারি না?

সরস্বতী ভাণ্ডারের কর্মযজ্ঞ রাস্তায় ডামাডোল চিৎকারে সম্ভব নয় কারণ আমরা বুঝি শব্দ দিয়ে বাকদেবী পূজিতা হন। তাই যাঁদের বিশেষভাবে শিক্ষক শিক্ষিকাদের প্রয়োজন ছাত্রছাত্রী, অভিভাবক সর্বোপরি সমাজের সেই শিক্ষকদের মান সম্মানের আর্জি ,আবেদন নিয়ে ছিল আজ সংবেদনের গাছ মন্দির প্রাঙ্গণে, মনে হচ্ছিল সবুজেরাও বলছে গুরুকে তাঁর প্রাপ্য সম্মানটুকু দাও। সংবেদনের বিশেষভাবে সক্ষম বাচ্চাদের প্রতিবাদ বুঝিয়ে দিল ওদের কষ্টের কথা।ভাবুন ভাবতে শিখুন এই বাচ্চারা যদি এই গরমে প্রতিবাদে বসতে পারে আমরা কেন বিষবৃক্ষ বপঙ করতে দিচ্ছি ? সুস্থ সমাজের জন্য সকলে নিজের মত করে চেষ্টা করি ,ঠিক সব ভাল হবে হতেই হবে। “