কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন ছবিতে ইধিকা? জোর জল্পনা টলিপাড়ায়

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: টলিপাড়ার আড্ডায় এখন সবচেয়ে বেশি চর্চিত নাম ইধিকা পাল। ছোটোপর্দা থেকে বড়োপর্দায় একের পর এক ছবিতে নিজের জায়গা পাকা করছেন এই অভিনেত্রী। কখনও শাকিব খান, কখনও দেব, আবার কখনও সোহম চক্রবর্তী প্রতিটি ছবিতেই ভিন্ন ভিন্ন নায়কের বিপরীতে অভিনয় করে নজর কাড়ছেন তিনি। ইন্ডাস্ট্রির গুঞ্জন, এ বার নাকি পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরবর্তী ছবিতেও মুখ্য ভূমিকায় দেখা যেতে পারে তাঁকে।

যদিও বিষয়টি এখন পুরোপুরি প্রাথমিক পর্যায়ে। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় বর্তমানে নিজের নতুন ছবি ধূমকেতু-র প্রচারে ব্যস্ত। পাশাপাশি ‘অর্ধাঙ্গিনী ২’-এর শুটিংও সেরেছেন তিনি। অন্যদিকে ইধিকার দিনপঞ্জিও একেবারেই ঠাসা। আগামী এক মাসের জন্য একটিও ফাঁকা দিন নেই তাঁর। ফলে, নতুন ছবির ঘোষণার জন্য অপেক্ষা করতেই হবে দর্শকদের। এদিকে ২৯ অগস্ট মুক্তি পেতে চলেছে ইধিকা-সোহম জুটির ছবি ‘বহুরূপ’। এই ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন ইধিকা। যদিও দর্শকের মনে এখনও তাঁর নামের সঙ্গে প্রথমেই ভেসে ওঠে জনপ্রিয় গান কিশোরী-র কথা। তার পরও নিজের অভিনয় দক্ষতায় তিনি ধাপে ধাপে এগিয়ে যাচ্ছেন।

অভিজিৎ সেন পরিচালিত ‘প্রজাপতি ২’-তেও দেখা যাবে তাঁকে গুরুত্বপূর্ণ চরিত্রে। প্রথমে শোনা গিয়েছিল ভিসা জটিলতার কারণে তিনি এই ছবিতে থাকছেন না। তবে সব জল্পনা উড়িয়ে দেবের স্ত্রীর ভূমিকায় পর্দায় হাজির হবেন ইধিকা। তবে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবিতে তাঁর কাজের খবর নিয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। পরিচালক বা অভিনেত্রী দুজনের কেউই মুখ খোলেননি। তাই আপাতত নতুন খবরের অপেক্ষাতেই দিন গুনছেন ইধিকা পালের অনুরাগীরা।