📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দলই শেষ কথা বলবে। দলই সব। সংগঠন ব্যক্তিগত অধিকার দেখানোর জায়গা নয় তা আরও একবার ঠারেঠোরে বুঝিয়ে দিলেন তৃণমূলের (TMC) সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
রোববার যখন বীরভূমে কোর কমিটির বৈঠক হচ্ছে, তখন কাজল শেখ (Kajal Shekh) এবং অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) মুখোমুখি। এমন সময় নাকি নেত্রী সটান কেষ্টকে ফোন করে নির্দেশ দিয়েছেন, আগে যা হয়েছে হয়েছে, আগামী দিনে জেলায় দলের কোনও মিটিং-মিছিল যেন তিনি না ডাকেন। কর্মসূচির আয়োজনের দরকার পড়লে তা করবেন জেলায় দলের চেয়ারপার্সন আশিস বন্দ্যোপাধ্যায়, এমনটাই খবর তৃণমূল (Trinamool) সূত্রে।
গত শুক্রবার তৃণমূলের সাংগঠনিক রদবদল হয়েছে। যেখানে জেলা সভাপতি পদটাই তুলে দেওয়া হয়েছে। বদলে তৈরি করা হয়েছে কোর কমিটি। তাতে আমন্ত্রিত সদস্য জেলার দুই সাংসদ, শতাব্দী রায় এবং অসিত মাল। জেলা চেয়ারপার্সনের দায়িত্ব পেয়েছেন বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। আর দায়িত্ব পেয়েই তিনি দীর্ঘদিন না হওয়া দলের কোর কমিটির বৈঠক ডাকেন ১৮ মে, অর্থাৎ আজ।