‘কোন দলের সদস্য আগে সেটা ঠিক করুন’, মুখ্যমন্ত্রী সমীক্ষা প্রসঙ্গে শশীকে কটাক্ষ কংগ্ৰেস নেতার

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মুখ্যমন্ত্রী হিসেবে কেরলের জনগণ চান শশী থারুরকে। সম্প্রতি এক সমীক্ষায় উঠে এসেছে এমনই তথ্য। সেই তথ্য সোশাল মিডিয়ায় শেয়ার করেন খোদ শশী। এই ঘটনায় এবার কংগ্রেস সাংসদকে নিশানা করলেন কেরলের বরিষ্ঠ নেতা কে মুরলীধরন। শশীর উদ্দেশে তাঁর প্রশ্ন আগে ঠিক করুন আপনি কোন দলের। সাম্প্রতিক সময়ে দলের নীতির বিরুদ্ধে গিয়ে বারবার মোদির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন শশী। এরই মাঝে কংগ্রেস নেতার এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ।