কেরালার পর উত্তরবঙ্গে প্রবেশ করল বর্ষা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:  কেরালার পর এ বার উত্তরবঙ্গেও বর্ষা প্রবেশ করল। কেরালায় ২৪ মে বর্ষা ঢুকেছিল। এ বার ২৯ মে উত্তরবঙ্গে বর্ষা ঢুকেছে বলে জানাল মৌসুম ভবন।