কেমন থাকবে আজকের আবহাওয়া?

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বঙ্গোপসাগরের নিম্নচাপের টানে মঙ্গলবার বেলা ১ টায় দক্ষিণবঙ্গে ঢুকেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। এদিকে শক্তি বাড়াচ্ছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ। বুধবার দুপুরের পর গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এটির বর্তমানে অবস্থান দক্ষিণ-পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এই নিম্নচাপের অভিমুখ রয়েছে। এর প্রভাবে মৌসুমী অক্ষরেখা সক্রিয় হয়েছে। গতি পেয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি অক্ষরেখা। আজ দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় প্রবল বৃষ্টির আশঙ্কা। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা।

error: Content is protected !!