কেন্দ্রীয় বাহিনী নামলেও রবিবারও বিক্ষিপ্ত হিংসার খবর মুর্শিদাবাদ থেকে

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সামসেরগঞ্জের পর এবার সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াল লাগোয়া বিধানসভা কেন্দ্র ফরাক্কাতেও। সেখানে ওয়াকফ আইন বিরোধী আন্দোলনের নামে রবিবার বোমাবাজি হয় বলে অভিযোগ। পালটা অস্ত্র নিয়ে জমায়েত হতে থাকে একটি পক্ষ। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।আদালতের নির্দেশে শনিবার মুর্শিদাবাদের হিংসা কবিলিত এলাকায় কেন্দ্রীয় বাহিনী নামাতে বাধ্য হয়েছে রাজ্য সরকার। তার পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গিয়েছে রবিবারও। অভিযোগ, রবিবার ফরাক্কা বিধানসভা এলাকার মহাদেবনগর এলাকায় ওয়াকফ বিরোধী আন্দোলনের নামে বোমাবাজি শুরু হয়। পালটা প্রতিরোধ গড়ে তোলে অপরপক্ষ। অস্ত্র নিয়ে জমায়েত করতে থাকে তারা। খবর পেয়ে সেখানে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওদিকে লাগাতার হিংসার পর সামসেরগঞ্জ থানার ওসি শিবপ্রসাদ ঘোষকে সরিয়ে দিয়েছে জেলা পুলিশ। তাঁর জায়গায় নতুন ওসি হয়েছেন অমিত ভকত। পরিস্থিতি নিয়ন্ত্রণের রাজ্যের বিভিন্ন জেলা থেকে ২৩ জন দক্ষ পুলিশ আধিকারিককে মুর্শিদাবাদে পাঠানো হয়েছে। রবিবার থেকে ৪ দিনের জন্য সেখানে মোতায়েন থাকবেন তারা। মুর্শিদাবাদে রয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারও।

error: Content is protected !!