📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: অক্ষয় তৃতীয়া অর্থাৎ গত শুক্রবার থেকে চারধাম যাত্রা শুরু হয়েছে, আজ তার তৃতীয় দিন। আজ ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে বদ্রীনাথ ধামের দরজা। এ বছর যাত্রা নিয়ে মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনাও প্রবল। কেদারনাথ ও যমুনোত্রী ধামে ভিড় রেকর্ড ভেঙেছে। এতটাই ভিড় যে পুলিশের তরফে জানান হয়েছে, যমুনোত্রী ধামে না আসার জন্য। তাঁরা আবেদন করেছে এই জ্যামে জীবনের ঝুঁকি বাড়তে পারে।
যমুনোত্রীতে ভিড় বেড়ে যাওয়ায় কয়েক কিলোমিটার এলাকাজুড়ে আটকে পড়েছে পুণ্যার্থীরা। গত শনিবার প্রচণ্ড ভিড় হয়ে যাওয়ায় যাত্রা বন্ধ করে দেওয়া হয়েছিল। দর্শন না করেই ফিরতে হয় ভক্তদের। যমুনোত্রীর অনেক ছবি এবং ভিডিওও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যাতে স্পষ্ট দেখা যায় ভক্তরা কয়েক কিলোমিটার ধরে আটকা পড়েছেন।
চারধাম যাত্রায় এই ভিড়ে উত্তরকাশী পুলিশ তাদের এক্স অ্যাকাউন্টে পোস্টটি শেয়ার করে লোকেদের কাছে আবেদন করেছে। পোস্টে লেখা ছিল “আজ যমুনোত্রী ধামে অনেক সংখ্যক ভক্ত পৌঁছেছেন। এখন আরও বেশি ভক্ত আসলে তা ঝুঁকিপূর্ণ। যমুনোত্রী দর্শনে যাওয়া সমস্ত ভক্তদের প্রতি বিনীত আবেদন। যমুনোত্রী জি যাত্রা স্থগিত করুন।
ইতিমধ্যেই ভক্তদের সাহায্য করতে হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে। চারধাম যাত্রার জন্য আসা দর্শনার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে, AIIMS ঋষিকেশ একটি জরুরি হেল্পলাইন নম্বর জারি করেছে। জরুরী অবস্থায় আটকে পড়া তীর্থযাত্রীরা জরুরি হেল্পলাইন নম্বর- 7060005829-এ কল করতে পারেন। এর পাশাপাশি, ভক্তরা AIIMS-এর অনলাইন পরামর্শ পরিষেবাও ব্যবহার করতে পারেন। গত বছরের তুলনায় এ বছর যাত্রায় ১.৫ গুণ ভিড় হয়েছে বলে জানান হচ্ছে।