📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: তপ্ত মুর্শিদাবাদ। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে উল্লেখযোগ্য বার্তা দিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘যাঁরা এই বক্তব্য শুনছেন বা দেখছেন, তাঁদের বলছি, এলাকার শান্তি, শৃঙ্খলা এবং সম্প্রীতি বজায় রাখতে সজাগ থাকতে হবে। কেউ কেউ চায় বাংলায় যাতে আগুন লাগে। তারা চায়, বাংলার টাকা আটকে ভাতে মারতে। আমাদের সরকার যতদিন থাকবে, বাংলার কোনও মানুষকে ভাতে মারার ক্ষমতা কেন্দ্র দেখাতে পারবে না, দায়িত্ব নিয়ে বলছি।’
‘কেউ কেউ চায় বাংলায় যাতে আগুন লাগে…’, ইঙ্গিতপূর্ণ বার্তা অভিষেকের
