📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: কুয়াশার চাদরে ঢাকা পড়েছে দেশের রাজধানী। শূন্যে নেমে গিয়েছে দৃশ্যমানতা। এই পরিস্থিতিতে জনজীবন বিপর্যস্ত দিল্লির। ১৬টি বিমানের গতিপথ বদলের পাশাপাশি ১১৮টি বিমান পরিষেবা বাতিল করা হয়েছে। সময়সূচি বদল করা হয়েছে প্রায় ১৩০০টি উড়ানের। ব্যহত রেল পরিষেবা। সবমিলিয়ে অত্যন্ত বিপজ্জনক দিল্লির পরিস্থিতি, জারি হয়েছে লাল সতর্কতা।
আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ৮টায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের দৃশ্যমানতা ছিল মাত্র ৫০ মিটার। ৯টা নাগাদ তা বেড়ে হয় ১০০ মিটার। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রিপোর্ট অনুযায়ী বিগত ২৪ ঘণ্টায় দিল্লির বাতাসের গুনগত মান বা একিউআই ছিল ৪০১। যা ভয়ানক খারাপ বলে ধরা হয়। ঘন কুয়াশার জেরে মৌসুম ভবনের তরফে দিল্লিতে লাল সতর্কতা জারি করা হয়েছে।
কুয়াশার চাদরে ঢাকা পড়ল দিল্লি, ১৬টি বিমানের গতিপথ বদল, বাতিল ১১৮ উড়ান

