📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সুপ্রিম কোর্টে রায়ে রাতারাতি চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী। অসহায় অবস্থায় পড়েছেন যোগ্য শিক্ষকরা। রাজ্য সরকার কী বলছে সেদিকে তাকিয়ে অনেকেই। মুখ্যমন্ত্রীর বার্তার মুখাপেক্ষী তাঁরা। এই অবস্থায় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের সঙ্গে দেখা করতে গেলেন সুপ্রিম কোর্টে নির্দেশে চাকরিহারাদের একাংশ। মিনিট দশেকের ছোট সাক্ষাৎ হয় তাঁদের। বেরিয়ে আসার পর তাঁরা সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি। তাঁরা বলেছেন, যা বলার ৭ তারিখের পর বলবেন। অর্থাৎ, তাঁরা অপেক্ষা করছেন ৭ তারিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে তাঁদের কী বার্তা দেন তার উপর।
কুণাল ঘোষের সঙ্গে দেখা করলেন চাকরিহারাদের একাংশ, কী নির্যাস বৈঠকের ?
