কুকুরপ্রেমীদের বড় জয়! পুরনো রায় সংশোধন সুপ্রিম কোর্টের

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:  পথকুকুরদের নিয়ে আগের রায় সংশোধন করল সুপ্রিম কোর্ট। সব পথকুকুরকে রাস্তা থেকে সরিয়ে শেল্টার হোমে পাঠানো হবে না। শীর্ষ আদালত জানাল, টিকা দেওয়ার পরে পথকুকুরদের আশ্রয়কেন্দ্র থেকে ছেড়ে দেওয়া যেতে পারে এবং একই এলাকায় ফেরত পাঠানো যেতে পারে। বিচারপতি বিক্রম নাথ, সন্দীপ মেহতা এবং এনভি আঞ্জারিয়ার তিন বিচারপতির বেঞ্চ জানিয়েছে, আক্রমণাত্মক আচরণ রয়েছে বা জলাতঙ্ক রোগে আক্রান্ত কুকুরদের টিকা দেওয়া হবে।