কিছু অযোগ্যের জন্য প্রায় ১৬-১৭ হাজার যোগ্যের চাকরি কেড়ে নিতে পারেন না: অভিষেক

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ২০১৬ সালের SSC-র নিয়োগ সংক্রান্ত প্যানেল বাতিল প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় এ দিন বলেন, ‘আমরা সুপ্রিম কোর্টকে সম্মান করি, মর্যাদা দিই। বিশ্বাস করি বিচারব্যবস্থা নিরপেক্ষ এবং মাথা নত করেনি। কিন্তু কোনও রায় পছন্দ না হলে সেই রায়ের সমালোচনা করার অধিকার সংবিধান ভারতবর্ষের প্রতিটি নাগরিককে দিয়েছে। এই রায়ের মাধ্যমে কোথাও আমার মনে হচ্ছে বিজেপি বৈমাতৃসুলভ আচরণের একটা প্রতিফলন দেখতে পেয়েছি। যদি অযোগ্য কেউ চাকরি পেয়ে থাকেন, সেক্ষেত্রে তাঁর বিরুদ্ধে তদন্ত হোক, তাঁর থেকে টাকা ফেরত চাওয়া হোক, জেলে পাঠান। কিন্তু কিছু অযোগ্য লোকের জন্য আপনি প্রায় ১৬-১৭ হাজার যোগ্যের চাকরি কেড়ে নিতে পারেন না। আমি বিজেপির ধারাবাহিকতা দেখছি। একজন ভুল করেছে, সবারটা বাতিল করে দাও।’