📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:ফের অমিত শাহকে তোপ মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, ‘বাংলাতেই নাকি শুধু অনুপ্রবেশকারী। কাশ্মীরে নাকি কোনও অনুপ্রবেশকারী নেই! তা হলে কি পহেলগাম আপনারা করিয়েছেন। দিল্লিতে এত বড় বিস্ফোরণ কি করে হলো। এখন SIR করছে, লোক তাড়াতে। SIR শুনানিতে বৃদ্ধদের ডেকে পাঠিয়ে কষ্ট দিচ্ছে। নিজের বাবা-মাকে সম্মান করে না। পুরুলিয়ার ৯৫ বছরের বৃদ্ধকে ডেকে পাঠিয়েছে। ৫৮-৬০ জনের মৃত্যু হয়েছে। ৫৪ লক্ষের নাম বাদ গেল কেন? বাংলা ভদ্র বলে তালকুটিরে লুকিয়ে আছেন। আমরা তা সত্ত্বেও আতিথেয়তা করছি। শুধু তুমি খাবে আর তোমার ছেলে খাবে।’
‘কাশ্মীরে অনুপ্রবেশকারী নেই তো পহেলগাম কি আপনারা করলেন?’ তোপ মমতার

