📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বৃহস্পতিবার থেকে রবিবার, টানা চার দিন দক্ষিণবঙ্গের ১৫টি জেলাতেই বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব বেশি। এর মধ্যে প্রথম তিন দিন কলকাতা, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে হলুদ সতর্কতা জারি হয়েছে। এই তিন দিনের শেষ দিন, শনিবার, ২২ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টায় ইডেনে আইপিএলের উদ্বোধনী ম্যাচ কেকেআর এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে। আবহাওয়া অফিসের পূর্বাভাস তাই টুর্নামেন্টের প্রথম ম্যাচেই চিন্তার কারণ হয়ে দাঁড়াল।দক্ষিণবঙ্গের বাকি ১২টি জেলায় হলুদের পাশাপাশি কমলা সতর্কতাও জারি করা হয়েছে। আবহবিদরা জানাচ্ছেন, শীতে টানা কয়েক মাস আবহাওয়া শুকনো থাকায় বাতাসের স্তরগুলি ভাসমান কণায় পরিপূর্ণ হয়ে রয়েছে। যা বজ্রপাতের অনুকূল পরিস্থিতি তৈরি করেছে। গত কয়েক বছরের তথ্য অনুযায়ী গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রপাতে প্রাণহানি বেড়েছে অনেকটাই। তাই, বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সম্ভাবনা ক্রমেই বাড়ছে দেখে আর ঝুঁকি নেননি আবহবিদরা। হলুদের পাশাপাশি জারি করা হয়েছে কমলা সতর্কতাও।আবহবিদরা জানাচ্ছেন, ভারত মহাসাগরের উত্তর দিকে তৈরি একটি ঘূর্ণাবর্তের প্রভাবে আরব সাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস কয়েক দিন ধরেই ঢুকছিল মধ্য ভারতের মালভূমি অঞ্চলে। শীতের শেষ প্রভাব টুকু কাটিয়ে ওঠার পর ফেব্রুয়ারির শেষ থেকেই বাড়ছিল এই অঞ্চলের তাপমাত্রা। উত্তপ্ত মালভূমির উপরের বাতাসের স্তর গরম হয়ে আরও উপরে উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই শূন্যস্থান পূর্ণ করতে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকছিল দেশের পূর্ব উপকূল দিয়ে। যার জেরে মধ্য ভারতের মালভূমির উপরে বিপরীতমুখী দুই বাতাসের প্রবাহের মোলাকাত।
কাল থেকে টানা ৪ দিন বৃষ্টি দক্ষিণবঙ্গে!
