📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:কালীপুজোর ভিড় সামলাতে বিশেষ ব্যবস্থা শিয়ালদহ ডিভিশনের। নৈহাটি ও বারাসতগামী যাত্রীদের জন্য ঘোষণা করা হয়েছে বিশেষ ট্রেন। শিয়ালদহ ডিভিশনের DRM রাজীব সাক্সেনা জানান, কালীপুজো উপলক্ষে সারা দিন সাধারণ টাইম টেবিল মেনে ট্রেন চললেও রাতে স্পেশাল ট্রেন চলবে।
কালীপুজোর ভিড় সামলাতে বিশেষ ব্যবস্থা শিয়ালদহ ডিভিশনের
