নিজস্ব সংবাদদাতা, Todays Story: ফের বিদেশের মাটিতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক ভারতীয় পড়ুয়ার। সম্প্রতি, আমেরিকায় এই ধরনের একাধিক ঘটনা ঘটার পর এবারের ঘটনাস্থল কানাডা। দক্ষিণ ভ্যাঙ্কুভ্যারে গাড়ির ভিতর থেকে গুলিবিদ্ধ দেহ মিলল ২৪ বছরের এক যুবকের। এই হত্যার নেপথ্যে রয়েছে কারা এবং কেনই বা এই হত্যা, তা এখনও জানতে পারা যায়নি। ঘটনার তদন্ত নেমেছে স্থানীয় প্রশাসন।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম চিরাগ আন্তিল। ১২ এপ্রিল দুপুর বারোটা নাগাদ দক্ষিণ ভ্যাঙ্কুভারের পূর্ব ৫৫ নং অ্যাভিনিউর মূল রাস্তায় হঠাৎই গুলির শব্দ পান স্থানীয়রা। তাঁর ছুটে এসে দেখেন গাড়ির মধ্যে গুলিবিদ্ধ রক্তাক্ত যুবক। দ্রুত পুলিশে খবর দেন তাঁরা। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।মৃতের নাম চিরাগ আন্তিল। গাড়ির ভিতর যুবকের মৃতদেহ দেখতে পায় পুলিশ। ২০২২ সালের সেপ্টেম্বরে কানাডার এক বিশ্ববিদ্যালয়ে এমবিএ করতে গিয়েছিলেন চিরাগ। বাড়ি হরিয়ানায়। পড়াশোনা শেষ করে চাকরির অনুমোদনও পেয়েছিলেন তিনি। তখনই ঘটল এই ঘটনা।
কানাডায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ভারতীয় পড়ুয়ার, তদন্তে স্থানীয় প্রশাসন
