নিজস্ব সংবাদদাতা, Todays Story: পিঙ্কি বন্দ্যেপাধ্যায়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের দিন কয়েকের মাথায় ফের বিয়ে করেছেন কাঞ্চন মল্লিক।অনেককেই ভাবিয়ে তুলেছিল অভিনেতার প্রাক্তন স্ত্রী পিঙ্কি ও ছেলে ওশের কথা।সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষত্কারে অভিনেত্রী পিংকি ব্যানার্জী জানান প্রেম বা বিয়ে করতে গেলে প্রয়োজন পড়াশোনার। কাঞ্চনের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সেই সংক্রান্ত পড়াশোনা শুরু করেছেন তিনি। তবে এ বার প্রেমে পড়েছেন পিঙ্কি।শনিবার মধ্যরাতে অভিনেত্রীর সম্পর্কের খবর জানা যায় সমাজমাধ্যমের পাতায়। পাত্রের যে পরিচয় ফেসবুকে রয়েছে, সেখানেই জানা যাচ্ছে তিনি আইপিএস। নাম আশিস ঘোষ। তাঁরা যে সম্পর্কে রয়েছেন সেটা জানান দেন আশিস। পোস্টে ট্যাগ করেন পিঙ্কিকে। রীতিমতো শুভেচ্ছাবার্তা দিতে শুরু করেন অনেকে। প্রায় ভোর অবধি সেই সম্পর্কের স্ট্যাটাস ফেসবুক থাকলেও দিনের আলো ফুটতেই সমাজমাধ্যমের পাতা থেকে মুছে দেওয়া হয় পোস্টটি।কিন্তু, ঘোষণা করে কেনই বা মুছলেন সেই পোস্ট, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। যদিও পিঙ্কির তরফ থেকে এই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। যদিও পুলিশ কর্তার ফেসবুক ঘাঁটলেই দেখা যাবে পিঙ্কির নানা ভিডিয়ো শেয়ার করেছেন তিনি। তবে গোটাটা পিঙ্কির অনুমতিতে হয়েছে নাকি এর নেপথ্য অন্য কোনও কারণ রয়েছে তা নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে।
কাঞ্চন অতীত, নতুন সম্পর্কে জড়িয়েছেন পিঙ্কি!
