📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: শনিবার বোলপুরে ‘নারী সম্মান যাত্রা’ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ওই কর্মসূচি থেকে শুভেন্দু হুঁশিয়ারি দিয়েছেন, ২৬ সালে বিজেপি বাংলার ক্ষমতায় আসার এক ঘণ্টার মধ্যে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) গ্রেফতার করবে।
বোলপুর থানার আইসিকে (IC Bolpur) এবং তাঁর স্ত্রী ও মাকে উদ্দেশ্য করে অশ্লীল গালিগালাজের অভিযোগ উঠেছে অনুব্তর বিরুদ্ধে। যার জবাবে এদিন শুভেন্দুর অতীতের প্রসঙ্গ টানলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।
সংবাদিকদের উদ্দেশ্যে কুণাল বলেন, “শুভেন্দু অধিকারী যাত্রা করছে! আপনারা শুভেন্দু অধিকারীর ভিডিওটি দেখান। যেখানে মন্ত্রী বীরবাহা হাঁসদাকে (Birabaha Hansda) শুভেন্দু বলছে, আমার জুতোর নীচে থাকে৷”